Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শ্রী শ্রী কাশিকৃষ্ণ সেবাশ্রম
স্থান

বোয়ালিয়া

কিভাবে যাওয়া যায়

ইউনিয়ন পরিষদ হতে মোটরসাইকেল, মাহিন্দ্র, নছিমোন ও ভ্যানযোগে যাওয়া যায়। চিতলমারী উপজেলা হতে মোটরসাইকেল, মাহিন্দ্র, নছিমোন ও ভ্যানযোগে যাওয়া যায়।

বিস্তারিত

শ্রী শ্রী কাশিকৃষ্ণ সেবাশ্রম:
শ্রী শ্রী কাশিকৃষ্ণ পরম হংস দেবঃ আবির্ভাব কাল ২৮ আগস্ট সোমবার ১৮৯৯ খ্রিষ্টাব্দ, ১২ই ভাদ্র ১৩০৬ বঙ্গাব্দের রাত ১০ ঘটিকা। তিরোধান কাল ১৩৭৮ বঙ্গাব্দের ২৮শে ফাল্গুন, বৃহস্পতিবার। পিতাঃ শ্রীরাম চন্দ্র দেব, মাতাঃ শ্রীমতি মুক্তাদেবী, শ্রীধাম বোয়ালিয়া। তিনি একজন কৃষ্ণ সাধক ছিলেন এবং দৈবী সম্প্রদায়ের প্রবর্তক। তিনি  বোয়ালিয়া গ্রামে ‘গোবিন্দ মন্দির’ প্রতিষ্ঠা করেন। এ মন্দিরে তাঁর ও রাধাকৃষ্ণের পাথরের মূর্তি রয়েছে। ১৯২৬ সালের আগস্ট মাসে ‘শ্রী শ্রী কাশিকৃষ্ণ সেবাশ্রম’ প্রতিষ্ঠা করেন। প্রতি বছর কাশিকৃষ্ণ সেবাশ্রম পাঙ্গণে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস মেলা ও অংশ গ্রহণে পৌরাণিক ও ভক্তিমূলক যাত্রা পালা মঞ্চস্থ হয়। তদীয় একমাত্র পুত্র শ্রীমৎ সুরথেন্দু বিশ্বাস কাশিকৃষ্ণ সেবাশ্রমের বর্তমান আচার্য ও সংঘ পরিচালক। পেশাগত জীবনে তিনি চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক। দৈবী সম্প্রদায়ের বর্তমান প্রধান প্রচারক ১০ জন এবং সন্ন্যাসী ৫ জন। বহু হিন্দু তাঁর শিষ্যত্ব গ্রহণ করে। ভারতের উত্তর প্রদেশের নৈমিতালে তাঁর একে শিষ্য স্বমীজি নিত্যানন্দ গুরু কাশিকৃষ্ণের  নামে একটি বিশাল আশ্রম গড়ে তুলেছেন।
কিভাবে যাওয়া যায়:
ইউনিয়ন পরিষদ হতে মোটরসাইকেল, মাহিন্দ্র, নছিমোন ও ভ্যানযোগে যাওয়া যায়। চিতলমারী উপজেলা হতে মোটরসাইকেল, মাহিন্দ্র, নছিমোন ও ভ্যানযোগে যাওয়া যায়।