Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

বিভিন্ন স্থান হতে ইউনিয়নে আসার যাতায়াত ব্যবস্থা:
ক) চিতলমারী উপজেলা পরিষদ হতে ইউনিয়নে ভ্যান, মোটরসাইকেল, নছিমোন বা যেকোন যান যোগে এ ইউনিয়নে আসা যায়।
খ) বাগেরহাট, মোল্লাহাট, ফকিরহাট ও গোপালগঞ্জ জেলা সড়ক থেকে বাস, ট্যাম্পু, ইজিবাইক, মাহিন্দ্র অথবা ভ্যান কিংবা যেকোন যান যোগে চড়ে হিজলা ইউনিয়নে আসা যায়।
হিজলা ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য:
১) হিজলা  বাজার থেকে ইউনিয়ন পরিষদে মোটরসাইকেল, নছিমোন, ও ভ্যানযোগে আসতে  জনপ্রতি ভাড়া ১০ থেকে ২০ টাকা।
২) হিজলা মাঠ পাড়া, আগাখাল হতে  মোটরসাইকেল, নছিমোন, মাহিন্দ্র এবং ভ্যানযোগে ইউপি অফিসে আসতে জনপ্রতি ভাড়া ২০ থেকে ৪০ টাকা।
৩) বোয়ালিয়া, শান্তিপুর, চরশৈলদাহ, আর্দশ গ্রাম, বেতিবুনিয়া, পাঙ্গাশিয়া, পরানপুর, ও পিরেরাবাদ হতে মোটরসাইকেল, নছিমোন, মাহিন্দ্র এবং ভ্যানযোগে ইউপি অফিসে আসতে জনপ্রতি ভাড়া ১০ থেকে ৩০ টাকা।
৪) চরলাটিমা, হিজলা চর পাড়া হতে  মোটরসাইকেল, নছিমোন, মাহিন্দ্র এবং ভ্যানযোগে ইউপি অফিসে আসতে জনপ্রতি ভাড়া ১০ থেকে ৩০ টাকা।